ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
র‌্যাবের অভিযান : লক্ষ্মীরচরের ইউপি সদস্য আছান হত্যা মামলার পলাতক আসামি লাইজু গ্রেপ্তার জামালপুরে মানসম্মত শিক্ষা অর্জনে সিডসের মতবিনিময় সভা জননিরাপত্তাকে আস্থার জায়গায় নিতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই : নাহিদ বাংলাদেশে আসতে পারছেন না কলকাতার শিল্পীরা বাংলাদেশে ভারতের পণ্য রপ্তানি কমেছে ২৮ শতাংশ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নির্ধারণের প্রস্তাব ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের লক্ষ্য নিয়ে ১৯ সেপ্টেম্বর মাঠে নামছে বাংলাদেশ যেসব পুলিশ সদস্য এখনো কর্মস্থলে যোগদান করেনি, তাদের আর যোগদান করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকায় সরকারি মাধ্যমিক শিক্ষক লাঞ্ছিত, জড়িত কর্মকর্তাদের বিচারের দাবিতে জামালপুরে মানববন্ধন

মাদারগঞ্জ হাসপাতালের স্টাফরা হোম কোয়ারেন্টিনে

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ফার্মাসিস্টের শরীরে করোনা সংক্রামক শনাক্ত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ রোগীর সাথে সংস্পর্শে আসা সকল স্টাফদের হোম কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে উপজেলার ১০০ শয্যার হাসপাতালটির ভেঙ্গে পড়েছে স্বাস্থ্য সেবা কার্যক্রম।

এদিকে আক্রান্ত রোগীকে ৯ এপ্রিল দুপুরে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের এম্বুলেন্সযোগে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্ত রোগীর বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার গো হাট্টা গ্রামে। তিনি গত শুক্রবার (৩ এপ্রিল) গ্রামের বাড়িতে অবস্থান করেন। এবং স্থানীয় মসজিদে নামাজ আদায় করে ৪ এপ্রির কর্মস্থলে যোগদান করেন। তিনি প্রতিদিন হাসপাতালের বহির বিভাগ থেকে ওষুধ বিতরণ ও জরুরী বিভাগ এবং আবাসিক বিভাগের ওষুধ সবরাহ করতেন। এরপর তার শরীরে উপসর্গ দেখা দিলে তিনি স্বপ্রণোদিত হয়ে নমুনা পরীক্ষার জন্য পাঠান এবং ৮ এপ্রিল বিকালে তার প্রজেটিভ প্রতিবেদন আসে।

জামালপুর জেলা সিভিল সার্জন চিকিৎসক আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, ওই ফার্মাসিস্টের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে ওই হাসপাতালে কর্মরত স্বাস্থ্য কর্মকর্তাসহ রোগীর সংস্পর্শে আসা ডাক্তার ও স্টাফদের হোম কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, সংশ্লিষ্টরা ছাড়া বাকি স্টাফ দিয়ে স্বাস্থ্য সেবা কার্য্যক্রম চলবে।

মাদারগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক তানভীর আহমেদ জানান, সীমিত আকারে জরুরী বিভাগ চলছে। সবগুলো স্টাফ না থাকায় তারা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। তবে সিভিল সার্জন কার্যালয় থেকে নির্দেশনা পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।

অপরদিকে চট্টগ্রামের ইটভাটা থেকে ৬০ জন শ্রমিক ট্রাকযোগে মাদারগঞ্জে এলে মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির ও বালিজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক তাদেরকে মাদারগঞ্জ পাইলট হাইস্কুল মাঠে জড়ো করে হোম কোয়ারেন্টিনে থাকার অঙ্গীকার করিয়ে বাড়িতে পাঠান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

র‌্যাবের অভিযান : লক্ষ্মীরচরের ইউপি সদস্য আছান হত্যা মামলার পলাতক আসামি লাইজু গ্রেপ্তার

মাদারগঞ্জ হাসপাতালের স্টাফরা হোম কোয়ারেন্টিনে

আপডেট সময় ১২:৫২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ফার্মাসিস্টের শরীরে করোনা সংক্রামক শনাক্ত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ রোগীর সাথে সংস্পর্শে আসা সকল স্টাফদের হোম কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে উপজেলার ১০০ শয্যার হাসপাতালটির ভেঙ্গে পড়েছে স্বাস্থ্য সেবা কার্যক্রম।

এদিকে আক্রান্ত রোগীকে ৯ এপ্রিল দুপুরে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের এম্বুলেন্সযোগে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্ত রোগীর বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার গো হাট্টা গ্রামে। তিনি গত শুক্রবার (৩ এপ্রিল) গ্রামের বাড়িতে অবস্থান করেন। এবং স্থানীয় মসজিদে নামাজ আদায় করে ৪ এপ্রির কর্মস্থলে যোগদান করেন। তিনি প্রতিদিন হাসপাতালের বহির বিভাগ থেকে ওষুধ বিতরণ ও জরুরী বিভাগ এবং আবাসিক বিভাগের ওষুধ সবরাহ করতেন। এরপর তার শরীরে উপসর্গ দেখা দিলে তিনি স্বপ্রণোদিত হয়ে নমুনা পরীক্ষার জন্য পাঠান এবং ৮ এপ্রিল বিকালে তার প্রজেটিভ প্রতিবেদন আসে।

জামালপুর জেলা সিভিল সার্জন চিকিৎসক আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, ওই ফার্মাসিস্টের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে ওই হাসপাতালে কর্মরত স্বাস্থ্য কর্মকর্তাসহ রোগীর সংস্পর্শে আসা ডাক্তার ও স্টাফদের হোম কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, সংশ্লিষ্টরা ছাড়া বাকি স্টাফ দিয়ে স্বাস্থ্য সেবা কার্য্যক্রম চলবে।

মাদারগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক তানভীর আহমেদ জানান, সীমিত আকারে জরুরী বিভাগ চলছে। সবগুলো স্টাফ না থাকায় তারা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। তবে সিভিল সার্জন কার্যালয় থেকে নির্দেশনা পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।

অপরদিকে চট্টগ্রামের ইটভাটা থেকে ৬০ জন শ্রমিক ট্রাকযোগে মাদারগঞ্জে এলে মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির ও বালিজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক তাদেরকে মাদারগঞ্জ পাইলট হাইস্কুল মাঠে জড়ো করে হোম কোয়ারেন্টিনে থাকার অঙ্গীকার করিয়ে বাড়িতে পাঠান।