বোরহানউদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
করোনাভাইরাসের সময় লকডাউন চলায় ক্ষতিগ্রস্ত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের ১৫০ জন ভিক্ষুক ও পরিবহন শ্রমিকের মধ্যে ১০ কেজি চাল ও ২ কেজি করে আলু বিতরণ করা হয়। ৯ এপ্রিল চর আমখাওয়া ইউনিয়ন পরিষদে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
খাদ্য সামগ্রী বিতরণ করেন চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ। এ সময় উপস্থিত ছিলেন চর আমখাওয়া ইউনিয়ন পরিষদ ৪ নম্বর ওয়ার্ড সদস্য সিরাজুল ইসলাম ও সচিব আনোয়ারুল ইসলাম।