কর্মহীন মানুষের মাঝে দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়রের ত্রাণ বিতরণ
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের কর্মহীন দিন মজুর, অসহায় দুঃস্থ, হোটেল শ্রমিক, সেলুন কর্মচারী, ভ্যান, অটোচালক ৫ শতাধিক কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহ। ৯ এপ্রিল দুপুরে চাল, আলু, সাবান বিতরণ করেন তিনি।
মেয়র শাহনেওয়াজ শাহান শাহ সরকারি বরাদ্দের সাথে নিজ অর্থায়নে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন। ত্রাণ বিতরণকালে মেয়র শাহ নেওয়াজ শাহান শাহ বলেন, করোনাভাইরাসকে আতঙ্ক মনে না করে সবাই সর্তক হোন এবং প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাবেন না। আপনাদের খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। পৌরসভায় কোন মানুষ না খেয়ে থাকবে না। সরকারি বরাদ্দের ত্রাণের সাথে আমি নিজ অর্থায়নে ত্রাণ বিতরণ করছি, কোন হতাশ হবেন না। প্রতিটি ওয়ার্ডে ত্রাণ দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী জুয়েল কাউন্সিলর ও উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক মামুনুর রশিদ মামুন।