শেরপুরে শিশুসহ আরো দু’জন করোনায় আক্রান্ত
সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম
শেরপুরে শিশুসহ আরো দু’জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। ৯ এপ্রিল রাতে সিভিল সার্জন আনোয়ারুর রউফ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এদের একজন শ্রীবরদী শহরের সাতানীপাড়া মহল্লার ১০ বছর বয়সী শিশু। অপরজন ঝিনাইগাতী উপজেলার নয়াগাঁও গ্রামের বাসিন্দা ও একই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স চালক। ৯ এপ্রিল রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শেরপুর সিভিল সার্জন কার্যালয়ে এ প্রতিবেদন এসে পৌঁছায়। এ নিয়ে শেরপুরে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল চার-এ।
এর আগে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী কর্মী ও সদর উপজেলার মধ্যবয়রা গ্রামের এক অটো চালকের স্ত্রীর শরীরে করোনা পজেটিভ বলে শনাক্ত হয়।