শেরপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, ১৬ বাড়ি লকডাউন

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ৯ এপ্রিল দুপুরে সদর উপজেলার সাতপাকিয়ার মধ্যপাড়া এলাকার নিজ বাড়িতে ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি গত তিনদিন যাবৎ জ্বর, ঠান্ডা ও কাশিতে আক্রান্ত ছিলেন।

সিভিল সার্জন চিকিৎসক এ কে এম আনোয়ারুর রউফ জানান, এ ঘটনায় ওই মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের ১৬টি বাড়ি লকডাউন করা হয়েছে।

সিভিল সার্জন জানান, মৃতের শরীর থেকে সংগ্রহ করা নমুনা ১০ এপ্রিল সকালে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হবে। প্রতিবেদন হাতে আসার পর পরবর্তী করণিয় ঠিক করা হবে।