সুজন সেন, নিজস্ব প্রতিবেক, শেরপুর
বাংলারচিঠিডটকম
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। সে বেশ কিছু দিন যাবত জ্বর ও শ্বাসকষ্টে ভুগে মারা যায়। এ ঘটনায় ৯ এপ্রিল দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা শিশুটির পরিবারের চার সদস্যের নমুনা সংগ্রহ করেছেন। তাদের বাড়ি উপজেলার ধানশাইল ইউনিয়নের চাপাঝোড়া গ্রামে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ৮ এপ্রিল রাত দশটার দিকে জেলা সদর হাসপাতাল থেকে ফেরার পথে শিশুটি মারা যায়। পরে ৯ এপ্রিল সকালে স্বাস্থ্যকর্মীরা চাপাঝোড়া গ্রামে গিয়ে জানতে পারেন শিশুটির দাফন সম্পন্ন হয়েছে। পরে করোনা ভাইরাস শনাক্তকরণের জন্য শিশুর বাবা, মা, দাদা ও দাদীর নমুনা সংগ্রহ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ বলেন, সতর্কতার জন্য শিশুটির পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।