শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
শেরপুরের নকলা উপজেলায় আশার আলো সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’র উদ্যোগে শতাধিক দুঃস্থ অসহায় ও কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৮ এপ্রিল সকালে উপজেলার গণপদ্দি উচ্চ বিদ্যালয় মাঠে ওইসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
করোনা সংক্রমণ পরিস্থিতিতে শ্রমিক, নিম্নআয়ের মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাদের কথা চিন্তা করে এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এই সমিতিটি।
খাদ্য সামগ্রী বিতরণ কালে নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, আশার আলো সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’র সভাপতি বদরুল আলম, সাধারণ সাম্পাদক মোকসেদুল মুমিনুল, ইউপি সদস্য ফয়জুল ও রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।