সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
মহামারী করোনাভাইরাস মোকাবেলায় নিম্নআয়ের মানুষের সহায়তার জন্য জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিলে ১০ লাখ টাকা অনুদান দিলেন সিনথিয়া ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. শাহজাহান। ৭ এপ্রিল উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিলে এ ১০ লাখ টাকার চেক তুলে দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনাভাইরাস সারা বিশ্বের মতো বাংলাদেশের জন্যও হুমকি হয়ে এসেছে। প্রাণঘাতী এই ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এরইমধ্যে দেশে সরকারি ও বেসরকারিভাবে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিশাল এই চ্যালেঞ্জ মোকাবেলায় সিনথিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এগিয়ে এসেছে ত্রাণ তহবিলে ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ জানান, করোনায় এই অবস্থায় সবাইকে ঘরে থাকতে হচ্ছে। নিম্নআয়ের ও কর্মহীন মানুষের মাঝে সরকারিভাবে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে ঘরে ঘরে গিয়ে। বেসরকারিভাবেও এই আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রীর সহযোগিতায় উপজেলা প্রশাসন একটি ত্রাণ তহবিল গঠন করেছে। ইতিমধ্যে সমাজের অনেক বৃত্তবানরা এগিয়ে এসেছে। সিনথিয়া ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. শাজাহান এ তহবিলে ১০ লাখ টাকার অনুদান দিয়েছেন। ওনার মতো সবাই এগিয়ে আসলে কর্মহীন ও নিম্নআয়ের মানুষের সহায়তা ভালোভাবে দিতে পারবো।
সিনথিয়া ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. শাহজাহান বলেন, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সহযোগিতায় উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিলে এই অর্থ দিতে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। এই ভালো কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।