নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
‘আমরা আছি আপনাদের পাশে, মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্খা লেখা থাকে,’ সচেতন হউন করোনা প্রতিরোধ করুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ৭ এপ্রিল সকালে শেরপুরের নকলা উপজেলার শাহরিয়া ফাযিল মাদরাসা মাঠে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
করোনা সংক্রমণ পরিস্থিতিতে শ্রমিক, নিম্নআয়ের মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাদের কথা চিন্তা করে এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে শেরপুর জেলা পুলিশ। বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের সহযোগিতায় পৌরসভার বিভিন্ন মহল্লায় অসহায় ও নিম্ন আয়ের কর্মহীন মানুষের তালিকা করে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা পুলিশ।
খাদ্যসামগ্রী বিতরণকালে শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ, সাংবাদিক শফিউল আলম লাভলুসহ থানা পুলিশের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।