সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম
শেরপুরে করোনায় আক্রান্ত দুই নারী সুস্থ আছেন। বিষয়টি নিশ্চিত করে জেলার সিভিল সার্জন চিকিৎসক এ কে এম আনোয়ারুর রউফ বলেন, রোগীদের মারাত্মক কোন সমস্যা নেই। একটু কাশি ও দুর্বলতা থাকলেও তারা ভালো আছেন। ৭ এপ্রিল সকালে তিনি এ তথ্য জানান। অন্যদিকে ৬ এপ্রিল বিকেলে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম আক্রান্ত রোগীদের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এ সময় তিনি আশপাশের লকডাউন বাড়িগুলো পরিদর্শন করেন। এবং সবাইকে সর্তক থাকার পরামর্শ দেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, রোগীদের মধ্যে একজন সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্যবয়রা সরকারবাড়ি গ্রামের গৃহবধূ, আরেকজন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী। ৫ এপ্রিল করোনা পজেটিভ রিপোর্ট আসার পর ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোগীরা করোনা পজেটিভ হলেও অতি অল্প সময়ের মধ্যে তারা বাড়ি ফিরে যাবেন বলে আশা প্রকাশ করেছেন সিভিল সার্জন।