বকশীগঞ্জে আবুল কালাম আজাদ এমপির পক্ষে ত্রাণ বিতরণ

সংসদ সদস্য আবুল কালাম আজাদের পক্ষে ত্রাণ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের পাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া ২৫০ জন ব্যক্তির মাঝে ৭ এপ্রিল বিকালে ত্রাণ বিতরণ করা হয়েছে।

পৌর এলাকার গোয়ালগাঁও বালুরচর বাজারে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেকমন্ত্রী আবুল কালাম আজাদের পক্ষে এসব ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সাকা, সংসদ সদস্যের এপিএস মোস্তাফিজুর রহমান বিপ্লব, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এনজেল প্রমুখ উপস্থিত ছিলেন।