তারাটিয়া পুলিশের নজরদারিতে হাট বাজার ও গ্রামবাসী
দেওয়ানগঞ্জ (জামালপুর)প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক সচেতনতা ও দূরত্ব বজায় রাখার নিশ্চিতে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া পুলিশের নজরদারিতে রয়েছে হাট, বাজার ও প্রায় ১০টি গ্রামের মানুষ। ৭ এপ্রিল সকাল থেকেই তারাটিয়া পুলিশ তদন্তকেন্দ্র ইনচার্জ ফরহাদ আলীর নেতৃত্বে মটরসাইকেল যোগে মোয়ামারি, ডিগ্রীরচর, মধ্যর চর, রহিমপুর,ঝাউডাঙ্গা,তারাটিয়া,বাশঁতলী, কাঠার বিল, আমখাওয়া হাট বাজারসহ প্রায় ১০টা গ্রাম।এসময় হাট বাজার ও গ্রামে গ্রামে মাইক দিয়ে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে নির্দেশ দেন তিনি।