সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেও একত্রে জমা হয়ে আড্ডা ও নিয়মিত মাদক সেবন করে আসছিল সংঘবদ্ধ মাদকসেবীরা। সতর্ক করায় জুয়েল মিয়া (৩০) নামে এক যুবক মারধরের শিকার হলেন তাদের হাতে। উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল বাজারের বালু মাঠে ৫ এপ্রিল রাতে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যুবক ডোয়াইল গ্রামের মাজম আলীর ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন জুয়েল মিয়া জানান, ডোয়াইল গ্রামের আব্দুল আজিজের ছেলে খাটা আক্তারের নেতৃত্বে ৫-৭ জন মাদকসেবী তার বাড়ির পাশের গোপাল সুতারের ছেলে লিটন মিয়ার ঘরে নিয়মিত মাদক সেবন করতো। করোনার আতঙ্ককে উপেক্ষা করে তারা নিয়মিত আড্ডা অব্যাহত রাখায় জুয়েল মিয়া তাদের সতর্ক করে দেন। এতে মাদকসেবীরা ক্ষিপ্ত হয়ে উঠে। ৫ এপ্রিল সন্ধ্যায় খাটা আক্তার তাকে ডোয়াইল বালুর মাঠে ডেকে নেয়। তারপর আক্তার, লিটন, রোকন, সুমন, শফিক মিলে এলোপাথারি পিটিয়ে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মারধরে জুয়েলের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও জখম হয়ে গেছে।
জুয়েল মিয়া আরো জানান, মাদকসেবীরা তার পরিবারকেও হুমকি দিচ্ছে। তিনি সুস্থ হয়ে থানায় অভিযোগ দায়ের করবেন বলেও জানান।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।