দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের কারণে হোটেল, রেস্তোরাঁ, চা ব্যবসা বন্ধ থাকায় কর্মহীন শ্রমিকদের দ্বারে দ্বারে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া। ৬ এপ্রিল বিকালে দেওয়ানগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ৭০ জন কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, লবণ ও সাবান।
এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান, সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, কাউন্সিলর ও উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক মামুনুর রশিদ মামুন প্রমুখ।
বিতরণের পর শ্রমিকদের দোকান ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও নিজ নিজ বাড়িতে থাকার নিদের্শ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।