বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৯৬০টি ইয়াবা বড়িসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-১২ এর সদস্যরা।
৪ এপ্রিল রাতে পৌর শহরের তিনানীপাড়া এলাকা থেকে একটি অটোরিকশা থেকে ৯৬০টি ইয়াবা উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, র্যাব-১২ (সিরাজগঞ্জ) এর একটি দল ৪ এপ্রিল রাতে পৌর এলাকার তিনানী পাড়া একটি অটোরিকশায় তল্লাশি চালায় ।
এ সময় অটোরিকশা থেকে ৯৬০টি ইয়াবা বড়িসহ দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন-কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার পূর্ব বদরপর গ্রামের জসিম উদ্দিনের ছেলে নূরনবী (৪১) ও একই উপজেলার মরিচাকান্দি গ্রামের শাহাদতের ছেলে মিনহাজ মিয়া (৩২) ।
র্যাব-১২ এর পুলিশ পরিদর্শক ইয়াদুল ইসলাম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় ৫ এপ্রিল সকালে একটি মামলা দায়ের করেছেন। আটকদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে।