প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলুন : মির্জা আজম
আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন মানুষদের বরাদ্দের সরকারি ত্রাণ বিতরণে কোন অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম । সরকারের পাশাপাশি কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি এগিয়ে আসার আহ্বানসহ করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।
তিনি ৫ এপ্রিল দিনব্যাপী চলমান করোনা পরিস্থিতি নিয়ে তার নির্বাচনী এলাকা জামালপুর-৩ মাদারগঞ্জ ও মেলান্দহে উপজেলা প্রশাসনের সাথে পৃথকভাবে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
মির্জা আজম আরও বলেন, করোনাভাইরাস সংক্রমণ একটি ভয়াবহ রোগ। এ রোগের প্রাদুর্ভাব বিস্তার যাতে করতে না পারে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছেন। সরকারের এই প্রদক্ষেপে জনগণ সাড়া দেওয়ায় বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ পরিস্থিতিতে সরকার হতদরিদ্র লোকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসাসেবা নিশ্চিত করছেন। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে আরও খাদ্য সামগ্রী আসবে। করোনাভাইরাস সম্পর্কে আতঙ্কিত না হয়ে জনসচেতনা গড়ে তুলতে হবে।
মাদারগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল ও পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির।
মেলান্দহ উপজেলার মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান, মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন, পৌর মেয়র শফিক জাহেদী রবিন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ ও ঝাউগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনজু মনোয়ারা বেগম হেনাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।