নকলায় বিনা প্রয়োজনে ঘোরাফেরা করায় ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে শেরপুরের নকলা উপজেলায় মাইকিংয়ের মাধ্যমে সচেতন করে সকলকে ঘরে থাকতে আহ্বান করা হচ্ছে। চলছে বিভিন্ন প্রচার প্রচারণা, এর মধ্যেও কোন প্রয়োজন ছাড়াই ঘর থেকে বেরিয়ে জরিমানা গুনতে হয়েছে অনেককেই। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়ে ঘোরাফেরা করায় ১১ জনকে ৬ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৪ এপ্রিল সন্ধ্যায় নকলা বাজারের নালিতাবাড়ী মোড়ে রিকশা, অটোরিকসা, মোটরসাইকেল ও পায়ে হেঁটে ঘোরাফেরারত লোকজনকে আটক করে ঘর থেকে বের হওয়ার কারণ জানতে চান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা তারিন। যারা সঠিক জবাব দিতে পারছে তাদের ছেড়ে দেওয়া হয়। আর যারা ঘর থেকে বাহিরে বের হওয়ার কোন কারণ বলতে পারেনি তাদের জরিমানা করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।