ইসলামপুরে চিকিৎসক শামীমের উদ্যোগে ছিটানো হলো জীবাণুনাশক
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধে জামালপুরের ইসলামপুর উপজেলার কৃতিসন্তান চিকিৎসক এম এম খান শামীমের উদ্যোগে উপজেলার বিভিন্ন সড়কে জীবাণুনাশক ছিটানো হয়েছে। ৫ এপ্রিল বিকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জীবাণুনাশক ছিটানোর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান, ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন মিয়া, উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম, প্যানেল মেয়র অংকন কর্মকার, সাবেক ছাত্রনেতা জিয়াউল হক জুয়েল প্রমুখ।
এসময় ভাইরাস প্রতিরোধে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাতে জীবাণুনাশক ছিটানো হয়।