মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
ভয়াবহ করোনাভাইরাসের প্রভাবে খেটে-খাওয়া নিম্নআয়ের মানুষরা কর্মহীন হয়ে পড়ায় তাদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সমাজসেবক তৈয়ব আলী। ৪ এপ্রিল দুপুরে সাহাপুর বাহাদুর মন্ডলের বাড়িতে ৫০ জন অসহায় ব্যক্তিদের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সহায়তার মধ্যে ছিল- ৪ কেজি চাল, ১ কেজি আলু ও ১টি সাবান।
বিতরণ কার্যক্রমে অংশ নেয় ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন, সদস্য মোজাম্মেল হক মোজা, হাজী মকবুল হোসেন ও দেলোয়ার হোসেন দুলালসহ স্থানীয় এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ।
আওয়ামী লীগ নেতা তৈয়ব আলী এ প্রতিনিধিকে বলেন, সারাদেশে করোনাভাইরাসের কারণে অসহায় দরিদ্র মানুষেরা কর্মহীন হয়ে পড়ে। তাদের জন্য সামান্যতম খাদ্য সহায়তা দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এ সময় তিনি সরকারের খাদ্য সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।