ঝিনাইগাতীতে ব্যক্তি উদ্যোগে নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ঝিনাইগাতীতে ব্যক্তি উদ্যোগে নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ব্যাক্তি উদ্যোগে শ্রমজীবী নিম্নআয়ের দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের নানা বাধ্যবাধকতার কারণে উপজেলায় কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ। এ পরিস্থিতিতে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও অনেকেই কর্মহীন খেটে খাওয়া মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। এর অংশ হিসাবে ৪ এপ্রিল সকালে উপজেলার মধ্য কাংশা এলাকার সমাজ সেবক জাকিউল হাসান রনি তার নিজ বাড়িতে প্রায় দেড় শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল ও সাবান।

এ সময় উপস্থিত ছিলেন রনির বাবা শাজাহান মিয়া, ইউপি সদস্য লুৎফর রহমান, সাবেক ইউপি সদস্য মাজহারুল প্রমুখ।

জাকিউল হাসান রনি জানান, করোনাভাইরাসের কারণে এলাকার বহু শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই কিছু মানুষের কষ্ট লাঘবে তার নিজস্ব অর্থায়নে দেড় শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন। এ সময় তিনি সমাজের বিত্তবানদের কর্মহীন গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানান।