সরিষাবাড়ীতে ফাঁসিতে ঝুলে দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৌর এলাকার আরামনগর গ্রামে নাজমুল হাসান (১৫) নামে দশম শ্রেণির শিক্ষার্থী গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ৩ এপ্রিল সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহত নাজমুল উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানিপুর গ্রামের সাইদুর রহমান মুন্সির ছেলে। সে সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল।

নিহতের মা শামছুন্নাহার জানান, নাজমুল ২ এপ্রিল রাতে খেয়ে নিজকক্ষে শুয়ে পড়ে। সকালে তার বাবা ডাকাডাকি করার পরও না উঠলে দরজা ভেঙে ভেতরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখা যায়। রাতের কোনো এক সময়ে সে আত্মহত্যা করে।

পারিবারিক সূত্র জানায়, সাইদুর স্ত্রী ও দুই ছেলে সন্তান নিয়ে কয়েক বছর আগে গ্রামের বাড়ি থেকে উপজেলা সদরের সাব-রেজিস্ট্রি অফিসের পাশে মোর্শেদা খানমের ভাড়াটিয়া বাসায় উঠেন। তার ছেলে মা-বাবার উপর অভিমান করে এমনটা ঘটিয়েছে বলে ধারণা স্থানীয়দের।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জোয়াহেরুল ইসলাম খান এ প্রতিবেদককে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে থানায় অপমৃত্যু মামলা করা হবে।