বকশীগঞ্জে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন আবদুর রউফ তালুকদার

মৃড়বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের প্রভাবের কারণে শ্রমজীবী ও হতদরিদ্ররা কর্মহীন হয়ে পড়ায় তাদেরকে চাল ও ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

৩ এপ্রিল বিকালে সাধুরপাড়া ইউনিয়নের ২০০ জন দুঃস্থ, ও শ্রমজীবী মানুষের মাঝে ৫ কেজি চাল, সাবান, ডাল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

এ সময় শামসুল আলম, রশিদুল আলম রঞ্জু, আবদুল করিম, মাজহারুল ইসলাম আনছার উপস্থিত ছিলেন।