নিম্নআয়ের ৩১০ জনকে খাদ্যসামগ্রী সহায়তা দিল শেরপুর পুলিশ

নিম্নআয়ের ৩১০ জনকে খাদ্যসামগ্রী সহায়তা দেয় শেরপুর পুলিশ। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

নিম্নআয়ের ৩১০ জন মানুষকে খাদ্যসামগ্রী সহায়তা দিয়েছে শেরপুর জেলা পুলিশ। ৩ এপ্রিল বিকালে জেলা পুলিশের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। আমরা আছি আপনাদের পাশে, মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্খা লেখা থাকে। সচেতন হউন, করোনা প্রতিরোধ করুন এ শ্লোগানকে ধারণ করে পুলিশের পক্ষ ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতিতে শ্রমিক, নিম্নআয়ের মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাদের কথা চিন্তা করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ। বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের সহযোগিতায় পুলিশ সদস্যরা পৌরসভার বিভিন্ন এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের তালিকা তৈরি করে। পরে সে অনুযায়ী প্রথমদিনে ৩১০ জনের মাঝে চাল, ডাল, আলু ও সাবান বিতরণ করা হয়।

এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান পুলিশ সুপার।