ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজায় ‘দীর্ঘ যুদ্ধের’ জন্য প্রস্তুত হামাস শেরপুরের জেল পলাতক ৩০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি ফিরোজ র‌্যাবের হাতে গ্রেপ্তার মহানবী (সা.) এর পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ : ধর্ম উপদেষ্টা জামালপুরে জেসিসিআই’র উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল জামালপুরে অতিথি লিমিটেডের ইউজার প্রেজেন্টেশন যানজট সমস্যার সমাধান খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টার বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ২২৮ জনের বিরুদ্ধে ৫ অভিযোগ ট্রাম্প হত্যা প্রচেষ্টার সন্দেহভাজনের নাম প্রকাশ ফের ট্রাম্পের ওপর হামলা

মির্জা আজমের সহায়তায় জামালপুরে এল করোনা পরীক্ষার ৫০০ কিট

জেলার স্বাস্থ্য কর্মকর্তাদের হাতে করোনাভাইরাস পরীক্ষার কিট ও অন্যান্য সুরক্ষা সামগ্রী তুলে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী। ছবি : আলী আকবর

জেলার স্বাস্থ্য কর্মকর্তাদের হাতে করোনাভাইরাস পরীক্ষার কিট ও অন্যান্য সুরক্ষা সামগ্রী তুলে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী। ছবি : আলী আকবর

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের রোগী শনাক্ত করার জন্য সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের সহায়তায় জামালপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা স্বাস্থ্যবিভাগকে ৫০০ কিট, ১০০ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও ৭৫০টি সার্জিক্যাল মাস্ক সহায়তা দেওয়া হয়েছে। এই প্রথম জামালপুরে করোনাভাইরাসের রোগী শনাক্ত করার জন্য কিট পেল জেলা স্বাস্থ্য বিভাগ।

১ এপ্রিল দুপুরে জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী জেলা পরিষদে তার কক্ষে জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক আবু সাঈদ মো. মাহবুবুর রহমান ও উপ-সিভিল সার্জন চিকিৎসক কে এম শফিকুজ্জামানের কাছে কিট ও সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। এ সময় শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরের প্রকল্প পরিচালক চিকিৎসক মোহাম্মদ মোশায়ের উল ইসলাম উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম জামালপুর জেলায় করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে করোনাভাইরাসের রোগী শনাক্ত করা এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষার জন্য ৫০০ কিট ও পিপিইসহ সুরক্ষাসামগ্রীগুলো সংগ্রহ করেন জেলা স্বাস্থ্য বিভাগকে সহায়তা দেওয়ার জন্য। এই প্রথমবারের মতো করোনারোগী শনাক্ত করার কিট পেয়ে জেলা স্বাস্থ্য বিভাগ সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জামালপুরের উপ-সিভিল সার্জন চিকিৎসক কে এম শফিকুজ্জামান এ প্রসঙ্গে এ প্রতিবেদককে বলেন, ‘এখনো পর্যন্ত জামালপুর জেলায় করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এবং সন্দেহভাজন রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য সরকার থেকে আমরা বেশকিছু পিপিই ও সার্জিক্যাল মাস্ক পেয়েছি। আরো চাহিদা দেওয়া হয়েছে। কিন্তু সরকারিভাবে এখনো পর্যন্ত জামালপুরে করোনাভাইরাস শনাক্ত করার জন্য কিট সরবরাহ করা হয়নি। এই ৫০০ কিট জেলাবাসীর জন্য অনেক কাজে দিবে।’

তিনি আরো বলেন, ‘এই প্রথম এই কিটগুলো আমাদের হাতে এলো। তবে এই কিট ব্যবহারের জন্য আমাদের কোনো প্রশিক্ষণ নেই। এ বিষয়ে ঢাকা থেকে অনলাইনে আমাদেরকে শেখানো হবে। তারপর আমরা এগুলো দিয়ে করোনাভাইরাস শনাক্ত করার পরীক্ষা করতে পারবো। কিটগুলো সরবরাহ করার জন্য সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় ‘দীর্ঘ যুদ্ধের’ জন্য প্রস্তুত হামাস

মির্জা আজমের সহায়তায় জামালপুরে এল করোনা পরীক্ষার ৫০০ কিট

আপডেট সময় ০৩:০০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
জেলার স্বাস্থ্য কর্মকর্তাদের হাতে করোনাভাইরাস পরীক্ষার কিট ও অন্যান্য সুরক্ষা সামগ্রী তুলে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী। ছবি : আলী আকবর

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের রোগী শনাক্ত করার জন্য সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের সহায়তায় জামালপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা স্বাস্থ্যবিভাগকে ৫০০ কিট, ১০০ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও ৭৫০টি সার্জিক্যাল মাস্ক সহায়তা দেওয়া হয়েছে। এই প্রথম জামালপুরে করোনাভাইরাসের রোগী শনাক্ত করার জন্য কিট পেল জেলা স্বাস্থ্য বিভাগ।

১ এপ্রিল দুপুরে জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী জেলা পরিষদে তার কক্ষে জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক আবু সাঈদ মো. মাহবুবুর রহমান ও উপ-সিভিল সার্জন চিকিৎসক কে এম শফিকুজ্জামানের কাছে কিট ও সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। এ সময় শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরের প্রকল্প পরিচালক চিকিৎসক মোহাম্মদ মোশায়ের উল ইসলাম উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম জামালপুর জেলায় করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে করোনাভাইরাসের রোগী শনাক্ত করা এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষার জন্য ৫০০ কিট ও পিপিইসহ সুরক্ষাসামগ্রীগুলো সংগ্রহ করেন জেলা স্বাস্থ্য বিভাগকে সহায়তা দেওয়ার জন্য। এই প্রথমবারের মতো করোনারোগী শনাক্ত করার কিট পেয়ে জেলা স্বাস্থ্য বিভাগ সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জামালপুরের উপ-সিভিল সার্জন চিকিৎসক কে এম শফিকুজ্জামান এ প্রসঙ্গে এ প্রতিবেদককে বলেন, ‘এখনো পর্যন্ত জামালপুর জেলায় করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এবং সন্দেহভাজন রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য সরকার থেকে আমরা বেশকিছু পিপিই ও সার্জিক্যাল মাস্ক পেয়েছি। আরো চাহিদা দেওয়া হয়েছে। কিন্তু সরকারিভাবে এখনো পর্যন্ত জামালপুরে করোনাভাইরাস শনাক্ত করার জন্য কিট সরবরাহ করা হয়নি। এই ৫০০ কিট জেলাবাসীর জন্য অনেক কাজে দিবে।’

তিনি আরো বলেন, ‘এই প্রথম এই কিটগুলো আমাদের হাতে এলো। তবে এই কিট ব্যবহারের জন্য আমাদের কোনো প্রশিক্ষণ নেই। এ বিষয়ে ঢাকা থেকে অনলাইনে আমাদেরকে শেখানো হবে। তারপর আমরা এগুলো দিয়ে করোনাভাইরাস শনাক্ত করার পরীক্ষা করতে পারবো। কিটগুলো সরবরাহ করার জন্য সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’