জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
করোনাভাইরাস থেকে বাঁচতে ঘরে থাকার বিষয়টিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা প্রশাসন কঠোর হিসেবে নিয়েছে। ২ এপ্রিল সকাল থেকে উপজেলা সদরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম যৌথ্ভাবে জনগণকে সচেতন করেন। পরে ঘরে না থেকে অযথা ঘোরাফেরা করার অপরাধে সাতজনকে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম জানান, করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে ঘরে থাকতে হবে। তাই জনগণকে সরকারি আইন মানতে হবে।