করোনাভাইরাস ঠেকাতে যৌথভাবে জীবাণুনাশক ছিটালো ব্র্যাক-পৌরসভা
মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
ব্র্যাক ওয়াশ কর্মসূচি ও জামালপুর পৌরসভার যৌথ উদ্যোগে করোনাভাইরাস সংক্রমণ রোধে জীবাণুনাশক ছিটানো শুরু করা হয়েছে। ২ এপ্রিল দিনব্যাপী জামালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাহাপুর, রেলস্টেশন, দাপুনিয়া, জঙ্গলপাড়া, বেলটিয়াসহ বিভিন্নস্থানে এ কার্যক্রম পরিচালনা করেন তারা।
এদিন সকালে রেলস্টেশন চত্বরে জীবাণুনাশক ছিটিয়ে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন জামালপুর পৌরসভার কাউন্সিলর মো. হেলাল উদ্দিন। এ সময় ব্র্যাক জেলা ব্যবস্থাপক কামরুজ্জামান, এসএসটি এ এম সাদিকুর রহমানসহ ওয়াশ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক আলী আশরাফ এ প্রতিনিধিকে জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে জনগণের মাঝে সচেতনতা বাড়াতে ব্র্যাকের উদ্যোগে গত ২২ মার্চ থেকে চারদিনব্যাপী সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়েছে। এছাড়া ৩০ মার্চ থেকে জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম হাতে নেওয়া হয়। এর আগে জামালপুর পৌরসভার ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে জীবাণুনাশক ছিটানো কার্যক্রম পরিচালনা করা হয়। তিনি আরো জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।