বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ রোধে বেসরকারি সংস্থা ব্র্যাক সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এই কর্মসূচির অংশ হিসেবে ব্র্যাকের বকশীগঞ্জ এলাকা কার্যালয়ের উদ্যোগে মানুষকে সচেতন করার লক্ষ্যে প্রচারপত্র বিতরণ করা হচ্ছে।
১ এপ্রিলও পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নে প্রচারপত্র বিতরণ করেন ব্র্যাকের কর্মকতা-কর্মচারীরা।
মানুষের মধ্যে করোনাভীতি দূর করা ও স্বাস্থ্য বিধি মেনে চলা সহ বিভিন্ন সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়। তারা ৬ হাজার প্রচারপত্র বিতরণ করবেন বিভিন্ন ইউনিয়নে।
প্রচারপত্র বিতরণকালে ব্র্যাকের বকশীগঞ্জ এলাকা কার্যালয়ের এলাকা ব্যবস্থাপক (দাবি) আমজাদ হোসেন জানান, ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (প্রগতি) জোনায়েদ হোসেন, শাখা ব্যবস্থাপক (দাবি) মজিবর রহমান, ইউপিজির শাখা ব্যবস্থাপক সুরাইয়া খাতুনসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।