সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
করোনাভাইরাস মোকাবেলায় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার দায়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় হিরা মিয়া (৩৮) নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১ এপ্রিল দুপুর ১২টায় পৌরসভার আরামনগর বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শিহাব উদ্দিন আহমদ এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত হিরা মিয়া আরামনগর বাজারের পড়শি সু স্টোরের প্রোপ্রাইটর ও ভুরারবাড়ি গ্রামের মৃত আব্দুল মান্নান ওরফে মন্টু ডিলারের ছেলে।
এ ব্যাপারে নির্বাহী হাকিম শিহাব উদ্দিন আহমদ এ প্রতিবেদককে জানান, করোনাভাইরাস মোকাবেলায় ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও জনসমাগম সংক্রান্ত সরকারি নির্দেশ অমান্য করায় এ দণ্ডাদেশ দেওয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।