দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। ১ এপ্রিল বিকালে পৌর শহরের বাজারে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।
জানা গেছে, দেওয়ানগঞ্জ পৌর শহরের সাপ্তাহিক হাট রবিবার ও বুধবার। ১ এপ্রিল বুধবার হাট বার হিসাবে দোকান পাট খুলে ব্যবসা বাণিজ্য ও যানবাহন চলাচল শুরু করে। এ খবর পেয়ে উপজেলা নিবাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন।
এ সময় অভিযানে ছিলেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসন রাসেল, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আসাদ্দুজ্জান ও পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মনিবুর রহমান।
ওসি ময়নুল ইসলাম দোকান ব্যবসায়ী ও যানবাহন চলাচল নিষেধাজ্ঞা করেন এবং হুশিয়ারী করে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।