খাদ্য সহায়তা দিতে নিম্নআয়ের মানুষের পাশে মাতৃছায়া কল্যাণ সংঘ

মাতৃছায়া কল্যাণ সংঘের উদ্যোগে নিম্নআয়ের মানুষদের খাদ্য সহায়তা বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ময়মনসিংহে ঘরে থাকা কর্মহীন ও নিম্নআয়ের মানুষদের খাদ্য সহায়তা দিতে পাশে দাঁড়ালো মাতৃছায়া কল্যাণ সংঘের একদল যুবক-যুবতী।

“মানুষ মানুষের কল্যাণে” এই শ্লোগানে ১ এপ্রিল সকালে ময়মনসিংহের সেতু সংলগ্ন এলাকায় ১৫০টি প্যাকেট নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। এসব ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেট ছিল ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি মুড়ি এবং হাত ধোয়া ১ টি সাবান।

এ সময় উপস্থিত ছিলেন মাতৃছায়া কল্যাণ সংঘের উপদেষ্টা মনোজ ঘোষ রাজীব, পলাশ, সোমা, সভাপতি আছিবুল আলম তন্ময়, সাধারণ সম্পাদক তৌসিফ রানা, সদস্য জয়, আখি, বৃষ্টি, রিপা, কনিকা প্রমুখ।