কর্মহীনদের খাদ্য সহায়তা দিল সার্কেল-৯৬ জামালপুর
মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে সার্কেল-৯৬ জামালপুরে খাদ্য সহায়তা বিতরণ করেছে। ১ এপ্রিল দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে সার্কেল-৯৬ জামালপুরের নিজস্ব অর্থায়নে ২৫০ জন কর্মহীন ও দরিদ্রদের মাঝে এ খাদ্য সহায়তা তুলে দেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল- ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল ও ২টি সাবান।
সার্কেল-৯৬ জামালপুর’র এর কয়েকজন সদস্য এ প্রতিবেদককে বলেন, জেলার ৫৭১ জন মিলে আমরা তৈরি করেছি আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠন ‘সার্কেল-৯৬ জামালপুর’। আমরা শুধু করোনাভাইরাসের দুঃসময়ের মুহূর্তেই নয়, বিভিন্ন সময়ে আমরা গরীব, অসহায় মানুষের পাশে দাড়াই। আজ আমরা করোনা ভাইরাসের কারণে অসহায় কর্মহীন হয়ে পড়া ২৫০ জন পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিতে পেরেছি।
তারা আরও বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক সকলকে চলার আহ্বান জানিয়ে যাচ্ছি আমরা। অনেক রিকশাচালককে ঘরে থাকতে হবে শর্তে খাদ্য সহায়তা দিচ্ছি আমরা। করোনাভাইরাসে দেশের মানুষ যে ক্রান্তিলগ্ন পার করছে এই সময়ে আমাদের সংগঠন কিছু করতে পারছি এটাই আমাদের বড় পাওয়া। তাদের এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তারা।
খাদ্য সহায়তা বিতরণের সময় সার্কেল-৯৬ জামালপুর এর ফারহান আহমেদ, আলাল উদ্দিন, হাবীব হীরা, রবিন হাসনাত, সাঈম সুইট, মো. শাহীন, রিপন ফারুক, সাদা বাবু, সাজ্জাদ হোসেন খানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।