সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম
নভেল করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন গ্রামে রিকশা, ভ্যান, সিএনজি চালিত অটো রিকশা চলছে অবাধে। সরেজমিনে ৩১ মার্চ দুপুরে উপজেলার চন্দ্রকোনা গেলে চোখে পড়ে এক ভিন্ন চিত্র। পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট সংক্ষেপে যা পিপিই, মাস্ক, হ্যান্ডগ্লাভস ও হ্যালমেট পড়ে রিকশা চালাচ্ছেন একজনচালক। জানা গেল তার নাম রুপচাঁন মিয়া। তিনি নকলা পৌরসভার মমিনাকান্দা গ্রামের শমসের আলী ছেলে।
কথা প্রসঙ্গে রুপচাঁন মিয়া বলেন, ঘরে খাবার নাই। তাই পরিবারের ভরণ পোষণের তাগিদে পিপিই, মাস্ক, হ্যান্ডগ্লাভস ও হ্যালমেট পড়ে গত কয়েকদিন যাবৎ রিকশা চালাচ্ছি। কিছু টাকা উপার্জনের চেষ্টা করছি।
একজন রিকশাচালক হয়ে কোথা থেকে এসব সামগ্রী পেলেন এর উত্তরে রুপচাঁন বলেন, ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতাম। সেখান থেকে এ সরঞ্জামগুলো সংগ্রহ করেছি।