জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম
করোনাভাইরাস থেকে সুরক্ষার সাথে পেশাগত দায়িত্ব পালনের জন্য জামালপুরের সাংবাদিকদের সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দিয়েছেন জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন। ৩১ মার্চ দুপুরে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের জন্য এসব সুরক্ষা সামগ্রী দেন তিনি।
৩০ মার্চ ও ৩১ মার্চ বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন পত্রিকায় ‘জামালপুরে পুলিশ পরিচয়ে করোনারোগীদের বাড়ি খোঁজার নামে এক বাড়িতে হানা দিয়ে হতদরিদ্র পরিবারের এক কিশোরীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ’ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ায় পুলিশ সুপার ৩১ মার্চ দুপুরে তার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ডাকেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বলেন, জামালপুর সদরের চর জালালেরপাড়ায় ২৯ মার্চ গভীর রাতে এক কিশোরীকে ধর্ষণের সংবাদ পরিবেশন করতে গিয়ে কোনো কোনো সংবাদপত্র ও অনলাইন পত্রিকায় অতিরঞ্জিত করে সংবাদ পরিবেশন করা হয়েছে। প্রকৃত পক্ষে পুলিশ পরিচয়ে কেউ এ ধর্ষণের ঘটনা ঘটায়নি। পাশ্ববর্তী উপজেলা মেলান্দহের গাঁজার নেশায় আসক্ত বখাটে কয়েকজন যুবক ওই রাতে ওই কিশোরীকে তার বাড়ি থেকে তুলে নিয়ে তাকে ধর্ষণ করে।
তিনি আরও বলেন, এ ধর্ষণের ঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়েছে। মামলাটির প্রধান আসামি ও এ ঘটনার মূলহোতা মিজানকে গ্রেপ্তার করে তাকে পাঁচদিনের রিমাণ্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে বলেছে যে, সে একাই ওই কিশোরীকে ধর্ষণ করেছে। ইতিমধ্যে কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। একই সাথে আদালতে ওই কিশোরীর জবানবন্দি গ্রহণের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। এটি একটি অমানবিক ঘটনা। ওই কিশোরী ও তার পরিবার যাতে এ ঘটনায় ন্যায়বিচার পায় সেই দিক বিবেচনা করেই মামলাটি যথেষ্ট গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। মামলার অন্যান্য আসামিদেরকেও দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে বলেও তিনি জানান।
করোনাভাইরাস মোকাবেলা পরিস্থিতিতে সরকারের আদেশ-নির্দেশ বাস্তবায়নে জামালপুর জেলা পুলিশ দিনরাত কাজ করছে। এমন ক্রান্তিকালে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ভুলতথ্য দিয়ে সংবাদ পরিবেশন না করে সঠিক তথ্যনির্ভর সংবাদ পরিবেশন করার জন্য জেলায় কর্মরত সকল সাংবাদিকদের প্রতি অনুরোধ করেন তিনি।
পরে তিনি জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিলের হাতে জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য বেশকিছু সার্জিক্যাল মাস্ক ও হ্যাণ্ড স্যানিটাইজার তুলে দেন। এ সময় তিনি করোনাভাইরাস মোকাবেলায় পেশাগত দায়িত্ব পালনকালে যেকোনো প্রয়োজনে বা সমস্যায় সহযোগিতার হাত বাড়িয়ে সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিবলী সাদিক, মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ মো. সামিউল ইসলাম, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান উপস্থিত ছিলেন। জামালপুর জেলায় কর্মরত অধিকাংশ সাংবাদিক এ সংবাদ সম্মেলনে অংশ নেন।