সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের মাস্ক ও সাবান বিতরণ
মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
করোনাভাইরাস সংক্রমণ রোধে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবান বিতরণ করেছেন ও জীবাণুনাশক ছিটিয়েছেন। ৩১ মার্চ সকালে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় পীঠে স্প্রে-মেশিন বেঁধে শহরের বনপাড়া, কলেজ চত্বর, চাররাস্তা মোড়, পাচরাস্তা মোড়, বটতলা বাজার এলাকায় মাস্ক, স্যানিটাইজার বিতরণ ও জীবাণুনাশক ছিটানো হয়।
এ কার্যক্রমে অংশ নেয় জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খান, জ্যেষ্ঠ সহ-সভাপতি মোশারফ সিদ্দিকী, যুগ্মসাধারণ সম্পাদক তৌহিদ নাসরুল্লাহ, ছাত্রদল নেতা মো. হীরা, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম ও রফিকুল ইসলাম রুবেল, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, ছাত্রনেতা সাদ্দাদ হোসেন সাইদুর, তুষার খান, মো. সরোয়ার, হাসিনুর রহমান রাজিবসহ কলেজ শাখা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।
এ বিষয়ে ছাত্রদল নেতা রাকিবুল হাসান রাকিব এ প্রতিবেদককে জানান, প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দদের নিয়ে করোনাভাইরাস সংক্রমণ রোধে শহরের বিভিন্ন স্থানে সুরক্ষা সামগ্রী বিতরণসহ জীবাণুনাশক ছিটানোর পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছি। তিনি আরও জানান, আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া তারা করোনাভাইরাস সংক্রমন রোধে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।