শফিকুল ইসলাম শফিক, জামালপুর
বাংলারচিঠিডটকম
করোনাভাইরাসের কারণে ঘরে থাকা কর্মহীন ও নিম্নআয়ের মানুষদের খাদ্য সহায়তা দিতে পাশে দাঁড়ালেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু। তার ব্যক্তিগত তহবিল থেকে জামালপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে সকল অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
৩১ মার্চ দুপুরে পাথালিয়া পশ্চিম পাড়া এলাকায় ছানোয়ার হোসেন ছানুর পক্ষে ছাত্রলীগের সহসভাপতি বিএম রাজনসহ একদল যুবক ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এরআগে ৩০ মার্চ রাতে ২ নম্বর ওয়ার্ড কম্পপুরের প্রতিটি মানুষের ঘরে ঘরে একইভাবে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
পর্যায়ক্রমে শহরের অন্যান্য ওয়ার্ডে বিতরণ করাসহ ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।