দেওয়ানগঞ্জে জীবাণুনাশক স্প্রে মেশিন বিতরণ
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামাপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জীবাণুনাশক স্প্রে করার মেশিন বিতরণ করা হয়েছে। ৩০ মার্চ দুপুরে উপজেলা ইউএনও কার্যালয় থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৮টি ইউনিয়নে ১৬টি স্প্রে মেশিন ও জীবাণুনাশক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।
বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল হাসান তমাল প্রমুখ।