সরিষাবাড়ীতে করোনার সংক্রমণ রোধে সেনা সদস্যদের সচেতনামূলক মাইকিং
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় করোনাভাইরাস সামাজিক সংক্রমণ প্রতিরোধে সেনা সদস্যদের একটি দল টহল ও মাইকিং করে সচেতনামূলক প্রচারণা চালিয়েছে। ৩০ মার্চ দিনব্যাপী উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে গণসচেতনতা তৈরির লক্ষ্যে দলটি প্রচারাভিযান চালায়।
জানা যায়, ৩০ মার্চ দিনব্যাপী ঘাটাইল সেনানিবাসের একদল সেনা সদস্য ও উপজেলা প্রশাসনের সমম্বয়ে উপজেলার একুশে মোড়, মাজালিয়া, চাপারকোনা, ডোয়াইলবাজার, কেন্দুয়া, পৌরসভার সিমলাবাজার, আরামনগর বাজার, বাউসিবাজার, পপুলার মোড়সহ গুরুত্বপূর্ণ বাজারে প্রচারাভিযান চালানো হয়। এ সময় করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে বিভিন্ন পয়েন্টে মাইকিং করেন সেনা সদস্যরা। করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে জনসাধারণকে ঘরে থাকারও অনুরোধ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ, ঘাটাল সেনানিবাসের অধীনস্থ সেনা কর্মকর্তা ল্যাফটেনেন্ট কর্নেল ফুয়াদ মিজবা, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান প্রমুখ।