ইসলামপুরে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক প্রচার

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ইসলামপুরে সচেতনতামূলক বার্তা প্রচার করেন এএসপি মো. সুমন মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জামালপুরের ইসলামপুর থানা পুলিশ দোকানপাট বন্ধ রাখা, অহেতুক সমাগম নিয়ন্ত্রণ করাসহ মানুষের মাঝে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছে।

উপজেলার মোশাররফগঞ্জ, দিগলকান্দি, মলমগঞ্জ, জারুলতলা, ঘুটাইল, মুখশিমলা বাজার এবং ধর্মকুড়া বাজারে পুলিশ টহল দিয়ে সচেতনতাবার্তা প্রচার করে।

২৯ মার্চ দিনব্যাপী ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সুমন মিয়ার নেতৃত্বে এ টহল পরিচালিত হয়। এ সময় তিনি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সকলকে জনসমাগম এড়িয়ে চলতে, ভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করে প্রয়োজন ব্যতিত অহেতুক বাজারে এসে বসে না থাকার অনুরোধ জানান।