শেরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে আফরান হোসেন আহালু নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ৩০ মার্চ সকালে সদর উপজেলার চর শেরপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আফরান ওই এলাকার মোহাদ্দেস আলীর ছেলে।

পুলিশ জানায়, আফরান বাড়ির পাশে বিদ্যুৎচালিত সেচপাম্প দিয়ে ধান ক্ষেতে পানি দিচ্ছিল। এ সময় অসাবধানতাবসত বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায় আফরান। পরে আশপাশের লোকজন দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।