শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
শেরপুরের নকলা উপজেলায় সুমাইয়া প্লাজার স্বত্বাধিকারী তরুণ সমাজ সেবক মো. উজ্জল মিয়া করোনাভাইরাস সম্পর্কে জনসচেতন করতে ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে মাস্ক ও সাবান বিতরণ করেছেন। তিনি ২৯ মার্চ সকাল থেকে বিকেল পর্যন্ত নকলা ইউনিয়নে বিভিন্ন এলাকার বাজারে ও বাড়ি বাড়ি গিয়ে এসব বিতরণ করেন।
মো. উজ্জল মিয়া করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আতঙ্ক নয়, সচেতন হই এবং এ রোগ কিভাবে ছড়ায় এসব সম্পর্কিত বিভিন্ন তথ্য সর্বসাধারণের মধ্যে তুলে ধরেন এবং গরীব দু:খী মানুষের খোঁজ খবর নেন।
মো. উজ্জল মিয়া বলেন, করোনাভাইরাস কিভাবে ছড়ায়, এর লক্ষণ কি, সঠিক নিয়মে মাস্ক ব্যবহার, অসুস্থ হয়ে পড়লে করণীয় এবং করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিরাপদ থাকার উপায় বিষয়ে এই ইউনিয়নের সর্বস্তরের মানুষকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকাল থেকে বিকেল পর্যন্ত পুরো ইউনিয়নের সর্বসাধারণকে বুঝাচ্ছি এবং বিনামূল্যে ৫ হাজার মাস্ক ও সাবান বিতরণ করেছি। তার পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন মোড়ে হাত ধোয়ার ব্যবস্থাসহ বিভিন্ন সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করেছি।