বকশীগঞ্জে নিম্নআয়ের পরিবারের মাঝে উপজেলা চেয়ারম্যানের ত্রাণ বিতরণ
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
করোনাভাইরাসের প্রভাবের কারণে শ্রমজীবী ও হতদরিদ্ররা কর্মহীন হয়ে পড়ায় তাদের কথা চিন্তা করে তিনদিন ধরে চাল ও ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
৩০ মার্চ বিকালে তৃতীয় দিনের মত বকশীগঞ্জ পৌর এলাকার নামাপাড়া এলাকায় ৫০ জন দুস্থ, ও শ্রমজীবী মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে চাল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
এ সময় শামসুল আলম, রশিদুল আলম রঞ্জু উপস্থিত ছিলেন।