শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
শেরপুরের নকলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছেন পৌর মেয়র মো. হাফিজুর রহমান লিটন। তিনি ২৯ মার্চ পৌরসভার নিজ উদ্যোগে বানানো এসব মাস্ক বিতরণ করেন এবং করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান।
নকলা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটন জানান, করোনাভাইরাসের সংক্রমণ সচেতনতার মাধ্যমে রোধ করতে হবে। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তিনি সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে অনুরোধ করেন।