জীবাণুনাশক ছিটানোর কাজে শেরপুর পৌরসভাকে সহায়তা করবে জেলা ফায়ার সার্ভিস

জীবাণুনাশক ছিটানো কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জীবাণুনাশক ছিটানোর কাজে শেরপুর পৌরসভাকে সহায়তা করবে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম। এর আগে শহরের গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কে জীবাণুনাশক ছিটানোর কাজ শুরু করে শেরপুর পৌরসভা। এ কাজে দু’টি পৃথক ট্রাকে ৫ হাজার ও ৪ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন দু’টি পানির ট্যাংকি ব্যবহার হচ্ছিল। এখন থেকে ফায়ারসার্ভিসের একটি গাড়িসহ তিনটি ট্রাকে এই কার্যক্রম চলবে।

৩০ মার্চ দুপুরে পৌরভবনের সামনে থেকে যৌথ এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এসময় এনডিসি মিজানুর রহমান, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবুল বাশার ও পৌর সচিব আবু লায়েছ বজলুল করিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিন ফায়ার সার্ভিসের একটি গাড়িসহ তিনটি ট্রাকে করে শহরময় জীবাণুনাশক ছিটায় পৌর কর্তৃপক্ষ।