নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
প্রাণঘাতি করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন জামালপুর জেলা প্রশাসক। ৩০ মার্চ জামালপুর পৌরসভাধীন তিন শতাধিক বেকার হয়ে পড়া শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ বিতরণ কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
উন্নয়ন সংঘের সহায়তায় ত্রাণ বিতরণকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিকুল ইসলাম, সহকারী কমিশনার নেজারত আবু আব্দুল্লাহ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী, উন্নয়ন সংঘের মানবসম্পদ উনয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।
উল্লেখ, করোনাভাইরাসের কারণে জীবনের নিরাপত্তার জন্য সাময়িকভাবে অধিকাংশ কর্মক্ষেত্র বন্ধ হয়ে যাওয়া এবং ঘরের বাইরে বের না হওয়ার ফলে কর্মজীবী মানুষের খাদ্য সঙ্কট নিবারনে জেলা প্রশাসন ত্রাণ কার্যক্রম শুরু করে। তারই অংশ হিসেবে তিরুথা, বামুনপাড়ায় ত্রাণ বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, সরকারের কাছে প্রচুর খাদ্য মজুদ আছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌছে দিবো। আপনারা সরকারকে সহায়তা করেন। কেউ ঘর থেকে বের হবেন না। নিজেকে সুস্থ রাখুন।