লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় হিজরা ও হতদরিদ্র সল্প আয়ের মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩০ মার্চ উপজেলা প্রশাসনের আয়োজনে খাদ্যগুদামে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২২ জন হিজরা ও ৫০০ হতদরিদ্রদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল, ৫০০ গ্রাম ডাল, তেল ও একটি সাবান ত্রাণ সামগ্রী তুলে দেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। এ সময় তিনি করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সকলকে বিনাপ্রয়োজনে বাইরে থাকার নিষেধ করেন।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, পিআইও মেহেদী হাসান টিটু, উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি নূর ইসলাম নূর উপস্থিত ছিলেন।