মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেনের পক্ষে থেকে জামালপুর পৌরসভায় সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে। ২৯ মার্চ দুপুরে সংসদ সদস্য মোজাফফর হোসেনের পক্ষে জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের কাছে এ সুরক্ষা সামগ্রী তুলে দেন।
জানা গেছে, জামালপুর পৌরসভার ১৫টি সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের জন্য ৪ হাজার সাবান ও ৮০০ মাস্ক দেওয়া হয়। এ সময় জামালপুর পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফরিদ ও শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক মো. মাহফুজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য মোজাফফর হোসেন এ প্রতিনিধিকে বলেন, করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে সদরবাসীকে আরও সতর্কতার সাথে থাকতে হবে। বিশেষ কোন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ারও পরামর্শ দেন তিনি।