দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকার বিধিনিষেধ প্রতিপালনে সামাজিক সচেতনতা ও দূরত্ব নিশ্চিতের জন্য প্রশাসনক সহযোগিতা করতে জামালপুরের দেওয়ানগঞ্জে মাঠে নেমেছে সেনাসদস্যরা। ২৯ মার্চ সকালে দেওয়ানগঞ্জ পৌর শহরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে।
অভিযানে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতান রাজিয়া, সেনাকর্মকর্তা ক্যাপ্টেন তৌফিক, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসালাম ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান।
অভিযানে পৌরবাসীকে নিজ নিজ বাসায় অবস্থান করতে মাইকিং করেন সেনা সদস্যরা। তারা বলেন, ‘আতঙ্ক নয়, করোনা ঠেকাতে চাই সচেতনতা; সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকতে সহায়তা করুন।
প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জনসাধারণকে অবগত করা হয়।