সানন্দবাড়ীতে পুলিশের অভিযান অব্যাহত, দোকানপাট বন্ধ, নেই জনসমাগম

কাউনিয়ারচর বাজারে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা টহল দিচ্ছেন। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ)প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রশাসনের সর্তকাবস্থায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এতে ওষুধের দোকান ও মুদি দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হচ্ছে না।

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ থেকে করোনাভাইরাসের বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। ডাংধরা ও চর আমখাওয়া ইউনিয়নে সর্বক্ষণিক অভিযান অব্যাহত রেখেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ।

২৮ মার্চ দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর বাজার, বাঘারচর বাজার, পাথরেরচর বাজার ও চর আমখাওয়া ইউনিয়নের মিতালী বাজার, লংকারচর গাছবাড়ী ও সকাল বাজার, মৌলভীরচর বাজার, সানন্দবাড়ী বাজারসহ কয়েকটি বাজারে অভিযান চালিয়েছে পুলিশ।

সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন।