শেরপুরে সামাজিক দূরত্ব বজায় রাখতে দোকানের সামনে পুলিশের গোলবৃত্ত

সামাজিক দূরত্ব বজায় রাখতে দোকানের সামনে সাদা রং দিয়ে গোলবৃত্ত করে দিচ্ছেন পুলিশ সদস্যরা। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে শেরপুরে সামাজিক দূরত্ব বজায় রাখতে দোকানের সামনে সাদা রং দিয়ে গোলবৃত্ত করে দিচ্ছে পুলিশ সদস্যরা। জেলার পাঁচ উপজেলায় সকল দোকানপাট বন্ধ থাকলেও নিত্যপ্রয়োজনীয় জিনিস ও ওষুধের দোকান খোলা রয়েছে। এ অবস্থায় সামাজিক দূরত্ব বজায় রাখতে অভিনব এ পদ্ধতি অবলম্বন করেছে পুলিশ। খোলা দোকানগুলোর সামনে এক মিটার দূরত্বে গোলবৃত্তগুলো করা হচ্ছে। এখন থেকে ওই বৃত্তের উপর দাঁড়িয়ে কেনাকাটা করছেন স্থানীয়রা। বৃত্তের বাইরে থাকলে ক্রেতাকে পণ্য দিচ্ছেন না দোকানিরা। ২৭ মার্চ বিকাল থেকে চালু হওয়া এ পদ্ধতি পর্যায়ক্রমে অবলম্বন করা হবে জেলা জুড়ে। এমন উদ্যোগে সন্তুষ্ট ক্রেতা ও বিক্রেতা উভয়েই।

এ সম্পর্কে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম বলেন, এছাড়াও পুলিশের পক্ষ থেকে সচেতনার জন্য প্রচারপত্র বিতরণ, মাইকিংসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

sarkar furniture Ad
Green House Ad