মাদারগঞ্জে সেনাবাহিনীর টহল, ছিটানো হচ্ছে জীবাণুনাশক

মাদারগঞ্জে সেনাবাহিনীর টহল। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস মোকাবেলায় প্রশাসনকে সহয়তা করার জন্য ২৮ মার্চ জামালপুরে মাদারগঞ্জ উপজেলায় টহল দিয়েছে সেনাবাহিনী। এই সময় সেনাবাহিনীর সদস্যরা সামাজিক দূরত্ব বজায় রাখা, সরকারি নির্দেশ মানার মাইকিং করাসহ রাস্তায় জীবাণুনাশক পানি ছিটান।

সেনাবাহিনীর ক্যাপ্টেন তাহমিদের নেতৃত্বে এই টিম সকালে উপজেলা পরিষদসহ পৌর এলাকা বিভিন্ন রাস্তায় টহল দেন এবং উপজেলা স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন।

sarkar furniture Ad
Green House Ad